কেন্দ্রীয় অর্খমন্ত্রী নির্মলা সীতারামনকে 'নির্বলা' বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী Updated: 03 Dec 2019, 09:51 AM IST HT Bangla Correspondent সংসদে কর্পোরেট করছাড় বিষয়ক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সময় নির্মলা সীতারামনকে 'নির্বলা' বলে সম্বোধন করলেন কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর চৌধুরী। অধীর বলেন যে তার সন্দেহ হয় কী কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা করতে চান, সেসব কাজ করতে তিনি সক্ষম হন কিনা।