বাংলা নিউজ >
দেখতেই হবে >
Shaktigarh Lyangcha:শক্তিগড়ে মিলল ছাতা পড়া ল্যাংচা? প্রশাসনিক পদক্ষেপ শুরু! 'ল্যাংচা হাব' -এর অন্দরে কোন ছবি দেখা গেল?
Updated: 22 Jul 2024, 11:40 PM IST
Sritama Mitra
বর্ধমানের শক্তিগড়ে সদ্য বাজেয়াপ্ত হয়েছে কয়েক কুইন্টাল ল্যাংচা। শক্তিগড়ে পরপর ল্যাংচার দোকানে অভিযান চালান প্রশাসনিক কর্তারা। অভিযানের নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুবর্ণ গোস্বামী ও ডেপুটি পুলিশ সুপার (ডিইবি) এ এস চট্টোপাধ্যায়। ল্যাংচা হাবের গুদামে গিয়েছিলেন জেলা স্বাস্থ্য দফতর, খাদ্য বিভাগ, ক্রেতা সুরক্ষা বিভাগ ও পুলিশ আধিকারিকরা। ৩ কুইন্টার বাসি ল্যাংচা সেখান থেকে বাজেয়াপ্ত হয়। অভিযানে দেখা যায়, সেখানে অধিকাংশ দোকানের রান্না-ঘর এখনও অস্বাস্থ্যকর। শক্তিগড়ে ১৯ নং জাতীয় সড়কের ধারে ল্যাংচা হাব ঘিরে ভয়াবহ ছবি উঠে আসে। বহু ল্যাংচায় দেখা যায় ছাতা পড়ে গিয়েছে। পরে উদ্ধার হওয়া ল্যাংচা জেসিবি দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।