বাংলা নিউজ >
দেখতেই হবে >
Delhi Blast: অক্টোবরের পর ফের বিস্ফোরণ দিল্লির প্রশান্ত বিহারে! শাহের উপর তোপ দাগলেন CM অতিশী
Updated: 28 Nov 2024, 06:53 PM IST
Laxmishree Banerjee
দেশের রাজধানী দিল্লি থেকে বড় খবর। রাজধানী দিল্লির রোহিণীর প্রশান্ত বিহার এলাকায় একটি স্কুটারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা। এর আগে ২০ অক্টোবরও রোহিণীর প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণ হয়েছিল। সিআরপিএফ স্কুলের দেওয়ালে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে প্রায় এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত এর শব্দ শোনা গিয়েছিল। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানীতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী।