বাংলা নিউজ > দেখতেই হবে > Video: অগ্নিপথ-বিক্ষোভের আঁচে তপ্ত কলকাতা! হাজরা মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Video: অগ্নিপথ-বিক্ষোভের আঁচে তপ্ত কলকাতা! হাজরা মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

অগ্নিপথ স্কিমের আওতায় ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ নি... more

অগ্নিপথ স্কিমের আওতায় ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে বিক্ষোভের আঁচ গোটা দেশ জুড়ে। তারসঙ্গে এই বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়েছে শহর কলকাতাতেও। কলকাতায় শনিবার ডিএসও-ডিওয়াইওর বিক্ষোভের ছবি ধরা দেয়। হাজরার মোড়ে এই বিক্ষোভের জেরে প্রতিবাদীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। বিক্ষোভকারীদের দাবি, বাতিল করতে হবে এই স্কিম। বেশ কয়েকজন এদিন বিক্ষোভের জেরে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীকালে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।