বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: শপথপাঠে প্যালেস্তাইনের জয়ধ্বনি AIMIM এর আসাদউদ্দিনের, BJPর ছত্রপালের কণ্ঠে 'জয় হিন্দুরাষ্ট্র'
Updated: 25 Jun 2024, 10:51 PM IST
Sritama Mitra
১৮ তম লোকসভার সদস্য হিসাবে সাংসদদের শপথপাঠ চলছে। এদিন সুষমা স্বরাজের কন্যা তথা বিজেপি সাংসদ বাঁসুরি শপথ পাঠ করেছেন সংস্কৃত ভাষায়। এই শপথপাঠ কাড়ে নজর। 'ReNEET' লেখা টিশার্ট পরে এদিন শপথ পাঠ করেন বিহারের নির্দল সাংসদ পাপ্পু যাদব। তাঁর কণ্ঠেও ছিল 'ReNEET' থেকে বিহারকে স্পেশ্যাল স্ট্যাটাস দেওয়ার বার্তা। তাঁর শপথ পাঠের পর সংসদে কিছুক্ষণ কথাও চলতে দেখা যায়। শপথ পাঠ করেছেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানও। তিনি শপথের শেষে 'জয় বাংলা, জয় গুজরাট' ধ্বনি তোলেন। এদিকে, শপথ পাঠের সময় AIMIM এর সাংসদ আসাদউদ্দিনের কণ্ঠে ছিল প্যালস্তাইনের জয়ধ্বনি। অন্যদিকে, বিজেপির ছত্রপাল সিং গাংওয়ার শপথ পাঠের পর 'জয় হিন্দুরাষ্ট্র,জয় ভারত' ধ্বনি তোলেন।