বাংলা নিউজ > দেখতেই হবে > Aishwarya Rai: বচ্চনের ‘সংস্কারি বউমা’! ভরা মঞ্চে আচমকা কার পা ছুঁলেন ঐশ্বর্য?

Aishwarya Rai: বচ্চনের ‘সংস্কারি বউমা’! ভরা মঞ্চে আচমকা কার পা ছুঁলেন ঐশ্বর্য?

‘পোন্নিয়ান সেলভান ২’-প্রচারে নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন। সৌন্দর্যে রাই সুন্দরীর মোকাবিলা করা দুষ্কর, ৪৯ বছরেও অপরূপা তিনি। অনুষ্ঠানের মাঝেই পরিচালক মণিরত্নমের পা ছুঁয়ে তাঁকে প্রণাম করলেন অভিনেত্রী। সেই দৃশ্য ভাইরাল সোশ্যালে। ছবিতে রাজকুমারী নন্দিনীর চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যকে। তাঁর অভিনয়ের প্রশংসা করছিলেন পরিচালক, তাতেই আবেগঘন হয়ে ওঠেন ঐশ্বর্য। প্রসঙ্গত, মণিরত্নমই অ্য়াশের অভিনয়ের শিক্ষাগুরু। তাঁর পরিচালনায় ইরুভর ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ প্রাক্তন বিশ্বসুন্দরীর। পরবর্তীতে ‘গুরু’, ‘রাবণ’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।