বাংলা নিউজ > দেখতেই হবে > 'মাস উইথ লট অব ক্লাস', জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ অনুপম-অক্ষয়-করণরা, টুইটের উত্তরে কী বললেন শাহরুখ?

'মাস উইথ লট অব ক্লাস', জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ অনুপম-অক্ষয়-করণরা, টুইটের উত্তরে কী বললেন শাহরুখ?

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। আর মুক্তি পাওয়ার পর থেকে শাহরুখের ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। সাধারণ মানুষ তো বটেই তারকারা পর্যন্ত অ্যাটলির ছবির প্রশংসায় পঞ্চমুখ। অক্ষয় কুমার, টাইগার শ্রফ সহ অনেকেই তারিফ করেছেন জওয়ানের। উত্তর দিয়েছেন কিং খানও।