বাংলা নিউজ > দেখতেই হবে > মিশন মঙ্গল, এয়ারলিফট- ভারতের গৌরবময় ইতিহাস বারবার পর্দায় ফিরিয়েছেন অক্ষয়, দেখুন তালিকা

মিশন মঙ্গল, এয়ারলিফট- ভারতের গৌরবময় ইতিহাস বারবার পর্দায় ফিরিয়েছেন অক্ষয়, দেখুন তালিকা

৯ সেপ্টেম্বর ৫৬ বছরে পা দিলেন অক্ষয় কুমার। তিনি তাঁর করা একাধিক ছবির মাধ্যমে ভারতের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরেছেন। সমাজকে সচেতন করেছেন। উপহার দিয়েছেন এয়ারলিফট, মিশন মঙ্গল, প্যাডম্যান ইত্যাদির মতো ছবি।