অতিমারী আবহে লকডাউন চলাকালীন কীভাবে দিন কাটান অক্ষ... more
অতিমারী আবহে লকডাউন চলাকালীন কীভাবে দিন কাটান অক্ষয় কুমার? ফিভার বাউন্স ব্যাক ভারত ২০২১-এ সেই বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় এই বলিউড অভিনেতা। খিলাড়ি কুমার জানান, যে তাঁর পেশায় ওয়ার্ক ফ্রম হোমের অবকাশ নেই। তাই কাজ না করতে পেরে তাঁর করুণ দশা হয়েছিল। তিনি সাক্ষাতকারে বলেন যে লকডাউনের পর তিনি শুটিংয়ে ফিরলে তাঁর ক্রুরা কী করেছিলেন। দেখুন সাক্ষাতকারের অংশ -