Updated: 28 Feb 2022, 07:49 PM IST
লেখক Sritama Mitra
স্বপ্নের স্পেলে রয়েছেন বলিউড সুন্দরী আলিয়া ভাট! সদ... more
স্বপ্নের স্পেলে রয়েছেন বলিউড সুন্দরী আলিয়া ভাট! সদ্য মুক্তি প্রাপ্ত তাঁর ছবি 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র সাফল্যে কার্যত তিনি তাক লাগিয়েছেন অনেককেই। সমালোচকরা বলছেন, ছবিতে নিজেকে ছাপিয়ে গিয়ে অভিনয় করেছেন এই স্টার। আপাতত তিনি ব্যস্ত ছবির প্রচারে। তার সঙ্গেই চলছে ছবির সাফল্যের উদযাপন। ইতিমধ্যেই ওপেন ডেকার বাসে তিনি ঘুরে বেড়িয়েছেন বহু থিয়েটার। আবার ছবির সাফল্যের পার্টিতে অংশ নিয়ে তিনি হয়ে উঠেছেন আকর্ষণের কেন্দ্র। সদ্য মুম্বইতে ছবির স্পেশ্যাল স্ক্রিনিংএ অংশ নিতেই ফ্ল্যাশবাল্বের ঝলকানির মধ্যে পড়েন এই বলিউড স্টার।