আসাদুদ্দিন ওয়েইসির গড়ে গিয়ে সকল ভারতীয়কে হিন্দ... more
আসাদুদ্দিন ওয়েইসির গড়ে গিয়ে সকল ভারতীয়কে হিন্দু বলে ঘোষণা করে দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত।বুধবার হায়দরাবাদে বিজয় সংকল্প সভায় ভাষণ দিতে গিয়ে ভগবত বলেন যে তাঁদের কাছে ১৩০ কোটি ভারতীয়ই হিন্দু। আরএসএস ধর্ম, ভাষা ও অঞ্চলের ভিত্তিতে ভেদাভেদ করে না বলে দাবি সরসংঘচালকের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সকল ভারতীয়কে এক করতে চায় ও সেই উদ্দেশ্য কাজ করে যাবে বলে জানান মোহন ভগবত।