বাংলা নিউজ >
দেখতেই হবে >
Sadhus Rally in Kolkata:তপ্ত দিনে খালি পায়ে শহরের রাজপথে সাধু-সন্তদের মিছিল, মমতার মন্তব্যের পর কী বললেন কার্তিক মহারাজ?
Updated: 24 May 2024, 08:53 PM IST
Sritama Mitra
তপ্ত দিন। শহরের রাজপথে শোনা গেল শঙ্খধ্বনি। গেরুয়া বসন পরে মিছিলে খালি পায়ে দলে দলে যোগ দিলেন সাধু সন্তরা। কলকাতার বুকে শুক্রবার এই মিছিল দেখা যায়। বাগবাজার থেকে হেঁটে সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে একত্রিত হন সাধু-সন্তরা। সদ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য নিয়ে প্রবল বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্যে মুখ্যমন্ত্রী যাঁর নাম নিয়েছিলেন সেই কার্তিক মহারাজও ছিলেন এদিনের মিছিলে। তিনি কী বলেছেন শুনে নেওয়া যাক।