বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'মা কালীর কাছে প্রার্থনা..' বলে বক্তব্য শুরু আম্বানির, মুকেশের বড় ঘোষণার পর দিদি বললেন...
Updated: 05 Feb 2025, 08:35 PM IST
Laxmishree Banerjee
৫ ও ৬ ফেব্রুয়ারি নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম বিশ্ব বাণিজ্য সম্মেলন। এদিন বিশ্ব বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে মা কালীকে প্রণাম জানিয়ে বাংলার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মুকেশ আম্বানি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও ভোলেননি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে রিলায়েন্সের জন্য অনেক শুভ বলে মনে করেন আম্বানি। তাঁর কথায়, সোনার বাংলা হয়ে উঠবে সোলার বাংলা। এমনকি কালীঘাট মন্দিরের সংস্কারের কাজেও মমতার সঙ্গে হাত মেলানোর কথা দিলেন মুকেশ আম্বানি। বলা বাহুল্য, বাংলার উন্নয়নে আম্বানির একের পর এক প্রতিশ্রুতিতে মুগ্ধ মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানিয়েছেন বিজনেস টাইকুন আম্বানিকে।