বাংলা নিউজ > দেখতেই হবে > Video: 'ওঁরা সনাতন ধর্মকে আগেও অপমান করেছেন, রাহুল বলেছিলেন...', উদয়নিধি ইস্যুতে ঝড় তুললেন শাহ

Video: 'ওঁরা সনাতন ধর্মকে আগেও অপমান করেছেন, রাহুল বলেছিলেন...', উদয়নিধি ইস্যুতে ঝড় তুললেন শাহ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে তথা সেরাজ্যের মন্ত্রী উদয়নিধির মন্তব্যে বিতর্কের ঝড়। চেন্নাইয়ের এক অনুষ্ঠানে তিনি সনাতন ধর্ম ইস্যুতে এক তুলনা টানেন নিজের মন্তব্যে। উদয়নিধির সেই মন্তব্য ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতারা। উল্লেখ্য, উদয়নিধি, বিরোধীদের INDIA জোটের DMKএর সদস্য। আর বিরোধীনেতার তরফে এই মন্তব্য নিয়ে অমিত শাহের কটাক্ষে এদিন ছিলেন উদয়নিধিরা। অমিত শাহ বলেন, 'ওঁরা (বিরোধীরা) সনাতন ধর্মকে আগেও অপমান করেছেন'। সেই সূত্র ধরে শাহ প্রসঙ্গ তোলেন রাহুল গান্ধীর। হিন্দু সংগঠন ইস্যুতে রাহুলকে বিঁধতে ছাড়েননি অমিত শাহ। এদিকে রাজস্থানের শাহের ওই মন্তব্যের পাশাপাশি মধ্যপ্রদেশের চিত্রকূটে বিজেপির জেপি নাড্ডাও সরব হন। 'মহব্বত কি দুকান' ইস্যুতে জেপি নাড্ডা আক্রমণ শানান কংগ্রেসের দিকে।