বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: জ্যোতিপ্রিয়, অনুব্রতদের 'তৃণমূল থেকে সাসপেন্ড করে দেখান', মমতাকে চ্যালেঞ্জ শাহের
Updated: 29 Nov 2023, 09:10 PM IST
Sritama Mitra
বুধবার ধর্মতলায় বিজেপির মেগা সমাবেশ থেকে কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ। অমিত শাহের সভা ঘিরে স্বভাবতই জমায়েত হয়েছিল বিজেপি কর্মীদের। সভা থেকে ফের একবার তিনি দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন। শাহ প্রসঙ্গ তোলেন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলদের। দিদির শহরে এসে শাহ খোদ মমতাকেই করেন চ্যালেঞ্জ।