Video: মকর সংক্রান্তিতে লাটাই ধরলেন অন্যজন, ঘুড়ির সুতোর লাগাম হাতে রাখলেন অমিত শাহ! জমল Kite Festival
Updated: 14 Jan 2023, 11:13 PM ISTমকর সংক্রান্তি উপলক্ষ্য়ে সারা দেশে সাজো সাজো রব। দেশের বিভিন্ন প্রান্তে, শুরু হচ্ছে নানান উৎসব। মকর সংক্রান্তি উপলক্ষ্যে গুজরাটে ঘুড়ির উৎসব হয়। আর সেই উৎসবের সমারোহতে এদিন অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল থেকেই একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন অমিত শাহ। তবে আমেদাবাদের ভেজালপুরে যেভাবে তিনি ঘুড়ির সুতোয় টান দিলেন, তাতে অনেকেই অবাক। কার্যত এদিন একেবারে আলাদা রূপে দেখা গেল অমিত শাহকে।