বাংলা নিউজ >
দেখতেই হবে >
Amit Shah Video: 'যে বাংলায় সকালে রবীন্দ্রসঙ্গীত শোনা যেত, সেখানে এখন বোমার আওয়াজ চলে', তোপ শাহের
Updated: 29 Nov 2023, 03:57 PM IST
Sritama Mitra
ধর্মতলায় বুধবার বিজেপির মেগা সভায় উপস্থিত হতে কলকাতায় পা রাখেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ এদিনের সভা থেকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কবিগুরুর রবীন্দ্রনাথের প্রসঙ্গ তোলেন শাহ। অভিযোগ তোলেন, বাংলায় হিংসা চলছে বলেও।