Updated: 03 Jun 2022, 06:31 PM IST
লেখক Sritama Mitra
রায়গঞ্জ শহরের ইলেক্ট্রিক সামগ্রী বিক্রির ব্যবসায়ী ... more
রায়গঞ্জ শহরের ইলেক্ট্রিক সামগ্রী বিক্রির ব্যবসায়ী বাবা অসীম সাহা। করোনার অতিমারির মধ্যে একটা সময়ে ব্যবসা ক্ষতিগ্রস্তও হয়। তবে অনিন্দ্য নিজের পড়াশোনা চালিয়ে যান নিজের মতো করে। রায়গঞ্জ শহরের সারদা বিদ্যামন্দির বিদ্যালয়ের ছাত্র অনিন্দ্য সাহা ২০২২ সালের মাধ্যমিকে পঞ্চম স্থানে রয়েছেন। ৬৮৯ নম্বর পেয়ে এই স্থান পেয়ে খুশি সে। বিরাট কোহলির ফ্যান অনিন্দ্য জানালেন তাঁর ভবিষ্যতের ইচ্ছার কথা।