রবিবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যাল... more
রবিবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব আইন নিয়ে যে হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল, তাতে নাম উঠে এল এক রাজনৈতিক নেতার। দিল্লি পুলিশের এফআইআরে নাম রয়েছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ খানের। খানের দাবি, তিনি শাহিন বাগে বিক্ষোভ করছিলেন, যেখানে কোনও হিংসা হয়নি। সেখানে কোনও হিংসা হলে এফআইআর শাহিন বাগে দায়ের করা উচিত ছিল, জামিয়া নগর বা নিউ ফ্রেন্ডস কলোনিতে কেন করা হল। এই প্রশ্নও তোলেন এই কংগ্রেস নেতা। সাধারণ মানুষের বিক্ষোভ পুলিশ বন্ধ করতে চাইছে বলেও অভিযোগ আসিফের।