Updated: 28 May 2022, 10:06 PM IST
লেখক Sritama Mitra
পুনের সাবিত্রী ফুলে বিশ্ববিদ্যালয়ে সদ্য গিয়েছেন কে... more
পুনের সাবিত্রী ফুলে বিশ্ববিদ্যালয়ে সদ্য গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর এদিন সেখানে একটি স্পোর্টস কম্প্লেক্স উদ্বোধন করার জন্য আমন্ত্রিত ছিলেন। আর সেখানেই বিভিন্ন স্পোর্টিং অ্যাক্টিভিটিতে অংশ নিতে দেখা গেল মন্ত্রীকে। কখনও ট্রেডমিলে পা রেখে ঝরালেন ঘাম, আবার কখনও শ্যুটিং রেঞ্জেও নিজের দক্ষতাকে পরখ করে নিলেন! সাধারণত মন্ত্রী হিসাবে অনুরাগ ঠাকুরকে যে ভূমিকায় দেখা যায়, এদিন তাঁকে তা থেকে অনেকটাই আলাদা ভূমিকায় দেখা গেল