বাংলা নিউজ >
দেখতেই হবে >
'চিরসখা'র সেটে সম্পর্ক নিয়ে অকপট অপরাজিতা! ‘আমি কাউকে প্রপোজ করিনি…’, বললেন সুদীপ
Updated: 23 Jan 2025, 09:48 PM IST
Sayani Rana
অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়ের নতুন মেগা 'চিরসখা' আসছে। ২৭ জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মেগার ঝলক। বুধবার ধারাবাহিকের কলাকুশলীরা 'চিরসখা' নিয়ে তাঁদের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।