বাংলা নিউজ > দেখতেই হবে > সফল সম্পর্কের চাবিকাঠি কী? জানুন অর্পিতা চট্টোপাধ্যায়ের কাছ থেকে

সফল সম্পর্কের চাবিকাঠি কী? জানুন অর্পিতা চট্টোপাধ্যায়ের কাছ থেকে

সংসারের দায়িত্ব সামলাতে অভিনয় থেকে লম্বা বিরতি নিয়... more

সংসারের দায়িত্ব সামলাতে অভিনয় থেকে লম্বা বিরতি নিয়েছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। মাঝে ব্যস্ত হয়ে পড়েছিলেন নিজের প্রোডাকশন হাউস নিয়েও। তবে ফিরে এসে টলিউডে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন তিনি। নতুন বছরে অর্পিতার প্রথম রিলিজ 'অব্যক্ত'। রিয়েল লাইফে তিনি সুপারস্টার প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের স্ত্রী। সঙ্গে মায়ের দায়িত্ব পালনে তিনি পারদর্শী-এবার পর্দায় মা-ছেলের অব্যক্ত কাহিনি নিয়ে হাজির অর্পিতা। শুক্রবার মুক্তি পেল অর্জুন দত্ত পরিচালিত এই ছবি। ছবিতে অর্পিতার ছেলের চরিত্রে অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল।