বাংলা নিউজ > দেখতেই হবে > শো করতে গিয়ে বিপদ! ভক্তের 'ভালোবাসায়' গুরুতর চোট পেলেন অরিজিৎ

শো করতে গিয়ে বিপদ! ভক্তের 'ভালোবাসায়' গুরুতর চোট পেলেন অরিজিৎ

ঔরঙ্গাবাদে শো করতে গিয়েছিলেন অরিজিৎ সিং। মঞ্চে গান গাওয়ার সময় তাঁকে হেনস্থার শিকার হতে হয়। পড়তে হয় চরম সমস্যার মধ্যে। আর এই ঘটনার জেরেই তিনি তাঁর ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন।