Updated: 14 Dec 2022, 10:12 PM IST
লেখক Sritama Mitra
এবার পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে গেল আসানসোলে। সেখানে শুভেন্দু অধিকারীর এক সভায় কম্বল বিতরণ চলছিল। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী মঞ্চ ছেড়ে যেতেই কম্বল নিয়ে তাড়াহুড়ো পড়ে যায়। তখনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিকজনের। এই ঘটনার জেরে বড়সড় প্রশ্ন উঠল বিরোধী দলকে ঘিরে। যদিও বিজেপির পাল্টা নিশানা তৃণমূল সরকার ও পুলিশের দিকে। জানা গিয়েছে, ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। ওই অনুষ্ঠানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি সমেত বিজেপির তাবড় নেতারা উপস্থিত ছিলেন। জমায়েত হয়েছিল বহু মানুষের। এরপর শুভেন্দু সভা ছেড়ে যেতেই ঘটে যায় পদপিষ্ট হওয়ার ঘটনা।