Updated: 31 May 2022, 04:07 PM IST
লেখক Sritama Mitra
নেটিজেনরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এমন উদ্যোগ... more
নেটিজেনরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে গোটা সোশ্যাল মিডিয়া। এই ছবি অসমের। সেখানে আইএএস অফিসার কীর্তি জাল্লি ঘুরে দেখেন অসমের কছর জেলার বন্যাবিধ্বস্ত পরিস্থিতি। এলাকার ডেপুটি কমিশনার পদে রয়েছেন এই আইএএস অফিসার। অসমের বোরখোলা ব্লক থেকে শুরু করে বিভিন্ন জলমগ্ন এলাকা তিনি ঘুরে দেখেন। শাড়ি পরিহিতা অফিসার কাদা পেরিয়ে এলাকাবাসীর কাছে গিয়ে তাঁদের দুঃখের কাহিনি শোনেন। কীর্তি জাল্লি জানিয়েছেন, মানুষের বাস্তব পরিস্থিতি বুঝতেই তিনি এলাকা পরিদর্শন করেন। পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিলে প্রশাসন ও সরকারের পরবর্তীতে উন্নয়ন করতে সুবিধা হবে বলেও জানিয়েছেন তিনি। এলাকাবাসীরা বলছেন এই প্রথমবার কোনও ডিসি পদাধিকারী এভাবে তাঁদের পরিস্থিতি দেখতে এলেন। পদস্থ অফিসারকে সামনে পেয়ে এলাকাবাসীরাও নিজেদের মনের কথা জানালেন। কীর্তি জাল্লির এই পদক্ষেপের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অবনীশ সরন। যিনি ২০০৯ সালের ব্যাচের আইএএস অফিসার। বহু নেটিজেন এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে তোলেন। উল্লেখ্য, অসমে কছর জেলা বন্যায় সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে। এলাকার ৫৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। আর সেখানেই এই উদ্যোগ দেখা যায় ডিসির তরফে।