বাংলা নিউজ > দেখতেই হবে > Video: অভিষেকের কনভয়ে ইটবৃষ্টি, ব্যাপক ভাঙচুর মন্ত্রী বীরবাহার গাড়ি! কুড়মি-হামলায় চরমে উত্তেজনা

Video: অভিষেকের কনভয়ে ইটবৃষ্টি, ব্যাপক ভাঙচুর মন্ত্রী বীরবাহার গাড়ি! কুড়মি-হামলায় চরমে উত্তেজনা

কুড়মিদের বিক্ষোভের মুখে এবার পড়লেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের শালবনিতে অভিষেকের কনভয়ে চলে ইটবৃষ্টি। নবজোয়ার কর্মসূচির রোড শো শেষে তিনি লোধাশুলি আসার পথে এই ঘটনা ঘটে। ব্যাপক ভাঙচুর হয় মন্ত্রী বীরবাহা হাসদার গাড়ি। উল্লেখ্য, অভিষেকের কনভয়ের শেষের দিকে ছিল বীরবাহার গাড়ি। অভিযোগ, বীরবাহার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। তাতে কাচ ভাঙে। উঠে আসে আহতের পরিস্থিতি। ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী বীরবাহা।