Updated: 15 Mar 2022, 09:30 PM IST
লেখক Sritama Mitra
হোলি ২০২২ এ বলিউড ক্যালেন্ডারে আসছে অক্ষয় কুমারের ... more
হোলি ২০২২ এ বলিউড ক্যালেন্ডারে আসছে অক্ষয় কুমারের 'বচ্চন পাণ্ডে'। তার আগে আপাতত শিরোনাম কাড়ছেন ফিল্মের তারকারা। ছবির প্রচারে সদ্য মুম্বইয়ের বোরিভলি রেল স্টেশনে দেখা গেল অক্ষয় কুমার, কৃতী শ্যানন ও জ্যাকলিন ফার্নান্ডেজকে। আচমকা স্টেশনে বলিউড সুপারস্টারদের দেখতে পেয়েই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত উপস্থিত জনতা। এছড়াও মুম্বইয়ের একাধিক থিয়েটারে ছবির প্রচারে দেখা গিয়েছে এই তিন তারকাকে।