বাংলা নিউজ >
দেখতেই হবে > Watch। Badlapur Video: যৌন নির্যাতনের অভিযোগ! উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর, রেলট্র্যাকে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ
Watch। Badlapur Video: যৌন নির্যাতনের অভিযোগ! উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর, রেলট্র্যাকে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ
Updated: 20 Aug 2024, 10:17 PM IST Sritama Mitra দুই শিশুর ওপর নারকীয় অত্যাচারের অভিযোগ ঘিরে ক্ষোভে ফুঁসে উঠল মহারাষ্ট্রের বদলাপুর। সেখানে রেল স্টেশনে সকাল থেকেই বাসিন্দাদের জমায়েত দেখা যায়। অভিযোগ ঘিরে ক্ষোভ উগরে দেন তাঁরা। অনেকেই রেল ট্র্যাকে নেমে পড়েন। সেখানে শুরু হয় জমায়েত। এরপর জমায়েত তুলতে যায় পুলিশ। পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়। জনতা তাতে খানিকটা ছত্রভঙ্গ হয়। পরে জনতার তরফে পুলিশকে লক্ষ্য করে ইট বর্ষণ করা হয়। সব মিলিয়ে এই ঘটনায় তপ্ত মহারাষ্ট্র। আরজিকর কাণ্ডের পর বদলাপুরের এই ঘটনা ফের একবার মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। বদলাপুরের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সিট গঠন ও ফাস্ট ট্র্যাক কেস এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।