বাংলা নিউজ >
দেখতেই হবে >
Narendra Modi-Lakshaya Sen: 'ম্যাচগুলির সময় ফোন প্রকাশ স্যার নিয়ে নিয়েছিলেন' মোদীকে অকপটে বললেন লক্ষ্য, শুনে PM...
Updated: 16 Aug 2024, 04:32 PM IST
Sritama Mitra
অলিম্পিক্স ২০২৪-এর ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দিল্লিতে শুক্রবার সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। সেখানে খেলোয়াড়দের সঙ্গে নানান বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এমনই এক কথপোকথনের মাঝে প্রধানমন্ত্রী ব্যাডমিন্টন স্টার লক্ষ্য় সেনের সঙ্গে কথা বলছিলেন। মোদী বলেন, 'আপনি কি জানেন লক্ষ্য.. যে এবার আপনি তো পুরো সেলেব্রিটি হয়ে গিয়েছেন।' শুনেই লক্ষ্য বলেন, 'ম্যাচগুলির সময় ফোন প্রকাশ স্যার নিয়ে নিয়েছিলেন..'। লক্ষ্যর পুরো কথা শুনে হেসে ফেলেন মোদী। আর তারপর বলেন, এরপরও তাহলে প্রকাশ স্যারকেই পাঠানো হবে! খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রী এদিন খোশ মেজাজে নানান আলোচনা করেন।