Updated: 15 Apr 2022, 10:42 PM IST
লেখক Sritama Mitra
বাংলা যখন পয়লা বৈশাখের উদযাপনে ব্যস্ত, তখন পঞ্জাব ... more
বাংলা যখন পয়লা বৈশাখের উদযাপনে ব্যস্ত, তখন পঞ্জাব ব্যস্ত বৈশাখী উৎসব পালনে। এদিকে, ঘর থেকে বহুক্রোশ দূরে কাশ্মীরে কর্তব্যরত জওয়ানরাও মাতলেন বৈশাখীর আনন্দে। তবে উৎসবের আনন্দে একা নয়, বরং তাঁরা আনন্দ ভাগ করে নিলেন স্থানীয়দের সঙ্গে। কাশ্মীরের স্থানীয় কচিকাচাদের সঙ্গে ভাঙড়ার তালে মাতলেন কাশ্মীরের সেনা জওয়ানরা। স্থানীয় গ্রামের এই শিশুরা মাতল ভরপুর আনন্দে।