বাংলা নিউজ >
দেখতেই হবে >
বেশ কিছুদিন ছিলেন নিখোঁজ! বাংলাদেশের MP আনোয়ারুল আজিমের মৃতদেহ উদ্ধার নিউটাউনে! ঘনাচ্ছে রহস্য
Updated: 22 May 2024, 08:06 PM IST
Sritama Mitra
বাংলাদেশের ঝিনাইদহ-৪ এর সাংসদ আনোয়ারুল আজিম কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে। এরপর নিখোঁজ ছিলেন বহুদিন। বাংলাদেশে সাংসদ কন্যা মমতারিন ফেরদৌস এই নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে অভিযোগ জানান। ১৬ মে থেকে ছিল তাঁর ফোন বন্ধ। শেষমেশ নিউটাউনের আবাসন থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ঘটনা নিয়ে মুখ খুলেছেন সিআইডি আইজি অখিলেশ চতুর্বেদী। তিনি জানান ঘটনা নিয়ে তদন্ত চলবে। কারা খুন করল, কেনই বা খুন করল এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলে রহস্য থেকেই যাচ্ছে।