বাংলা নিউজ >
দেখতেই হবে >
দূর থেকে দেখলে অনেকটাই যেন বাপ্পি লাহিড়ি! শিল্পীর প্রয়াণে শোকবিহ্বল এই 'জুনিয়ার বাপ্পি লাহিড়ি'
Updated: 17 Feb 2022, 10:02 PM IST
লেখক Sritama Mitra
দূর থেকে দেখলে চোখে তাক লেগে যেতে পারে! আসানসোলের জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায়কে এলাকায় অনেকেই জুনিয়ার বাপ্পি লাহিড়ি হিসাবে চেনেন। এদিকে আসানসোলের জ্যোতিপ্রকাশবাবুও বাপ্পি লাহিড়ির অন্যতম বড় ভক্ত। দেশের 'ডিসকো কিং' বাপ্পি লাহিড়ির প্রয়াণে তিনি শোকে বিহ্বল। প্রয়াত বাপ্পি লাহিড়ির প্রতি তাঁরই গাওয়া গানে শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন জ্যোতিপ্রকাশবাবু। ভেসে যাচ্ছেন আবেগে।