রবি ঠাকুরের গানে, আবিরের ছোঁয়ায় মাতল কলকাতা, নাচে গানে জমল বসন্ত উৎসব Updated: 07 Mar 2023, 05:48 PM IST লেখক Subhasmita Kanji কলকাতার গলফ গ্রিনে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। প্রভাত ফেরির মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। এরপর রবি ঠাকুরের গানে গানে এগিয়ে চলে অনুষ্ঠান।