Updated: 15 Aug 2024, 01:48 PM IST
Sayani Rana
১,০৬৬ ফুট বড় জাতীয় পতাকা উত্তোলন করা হল বর্ধমানের কার্জন গেট চত্বরে। সাইকেলিং ক্লাব ও স্টার আপ ফাউন্ডেশনের উদ্যোগে এটি হয়। উদ্যোক্তারা জানিয়েছেন প্রত্যেক বছরই তাঁরা নতুন কিছু করেন। এ বছর ১হাজার ৬৬ ফুটের জাতীয় পতাকা উত্তোলন করলেন। এটি রেকর্ড হিসেবে নথিভুক্ত করার জন্য অ্যাপ্লাইও করা হয়েছে। এই পতাকা উত্তোলন প্রসঙ্গে বিধায়ক জানান... বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।