Anubrata Mondal arrested: বোলপুরে দেড় ঘণ্টায় 'খেলা' শেষ CBI-র, অনুব্রতকে গ্রেফতারির মুহূর্তটা কেমন ছিল? Updated: 11 Aug 2022, 12:12 PM IST লেখক Ayan Das গরুপাচার মামলায় গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালে তাঁকে বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করেছে সিবিআই। আজ সকালে অনুব্রতের বাড়িতে হাজির হয় সিবিআই। ঘণ্টাখানেক পরে তাঁকে গ্রেফতার করা হয়। বিস্তারিত দেখুন ভিডিয়োয়- (Anubrata Mondal-র গ্রেফতারির লাইভ আপডেট)