বছরখানেক আগে মন্দিরে গিয়ে 'বান্ধবী' সুতপা চৌধুরীকে... more
বছরখানেক আগে মন্দিরে গিয়ে 'বান্ধবী' সুতপা চৌধুরীকে বিয়ে করেছিল। বহরমপুরে কলেজছাত্রীর খুনের ঘটনার জেরায় অভিযুক্ত সুশান্ত চৌধুরী এমনই তথ্য জানিয়েছে বলে দাবি করল পুলিশ। সেইসঙ্গে পুলিশের দাবি, যেখানে সুতপাকে খুন করা হয়েছে, সেখানে এক মাস ধরে ‘রেইকি’ চালিয়েছিল সুশান্ত। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -