বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > ‘পুরসভার ভোট হয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে’, কলকাতার রাস্তায় BJP-র হয়ে প্রচারে হিরণ

‘পুরসভার ভোট হয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে’, কলকাতার রাস্তায় BJP-র হয়ে প্রচারে হিরণ

আজকে ১২৯ নম্বর ওয়ার্ডের মনোনীত বিজেপি প্রার্থী নব... more

আজকে ১২৯ নম্বর ওয়ার্ডের মনোনীত বিজেপি প্রার্থী নবনীতা ভট্টাচার্যের সমর্থনে আজ এলাকায় ঘুরে প্রচার করলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। হিরণ এদিন বলেন, ‘পুরসভা ভোট হয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। তাই পুরসভা ভোট হয় ওয়ার্ডের মানুষ কাকে চায় এবং মানুষের পাশে কে থাকে সেটা দেখে। তাই আমি আশাবাদী যদি সঠিকভাবে ভোট হয় তাহলে এই ওয়ার্ড থেকে আমরা জয়ী হব।‘