Video: 'ওসব আমার টাকা দাদা..ওসব কারোর নয়,' আড়াই ঘণ্টা পর ইডির দফতর থেকে বেরিয়ে কী নিয়ে এমন বললেন বনি?
Updated: 14 Mar 2023, 06:11 PM ISTরাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে দুটি নাম সদ্য শিরোনাম কাড়ছে। একটি কুন্তল ঘোষ ও অপরটি শান্তনু বন্দ্যোপাধ্যায়। হুগলির দুই যুব নেতার বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল থেকে সদ্য যুব নেতা কুন্তল ও শান্তনুকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, কুন্তলের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তের টাকার লেনদেন ঘিরে একটি অভিযোগ উঠতে থাকে। ইতিমধ্যেই বনিকে তলব করে জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপর মঙ্গলবার ফের ইজি দফতরে যান বনি। আড়াই ঘণ্টা পর ইডির দফতর থেকে বের হন বনি সেনগুপ্ত। সাংবাদিকরা তাঁকে একাধিক প্রশ্ন করতে থাকেন। প্রশ্ন আসে তাঁর বিদেশ যাত্রার টাকা নিয়ে। টাকা নিয়ে ওঠে নানান প্রশ্ন। জবাবে বনে বলেন,'ওই সব টাকা আমার দাদা, আর কারও নয়'। বনি ঠিক কী বলেছেন শুনে নেওয়া যাক।