Updated: 18 Jul 2024, 03:27 PM IST
লেখক Abhijit Chowdhury
বৃহস্পতিবার সকালে আচমকাই দত্তাবাদ জোড়া পুকুরে পার ধসে যায়। আর সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়ি এবং একটি ভ্যান সহ গাড়ি পড়ে যায় জলাশয়ে। রাতে গাড়িটির ওখানে পার্কিং করা ছিল। সকাল বেলায় স্থানীয় লোকেরা দেখতে পায়, গাড়িটির কিছুটা অংশ পুকুরের মধ্যে চলে গেছে। এই মুহূর্তে গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যাতে গাড়িটি সম্পূর্ণভাবে পুকুরের মধ্যে চলে না যায়।