গাড়িতে ঠাসা ৫০০ টাকার নোটের বান্ডিল! হাওড়ায় কংগ্রেস বিধায়কদের গাড়ি ধরল পুলিশ
Updated: 30 Jul 2022, 11:46 PM ISTঝাড়খণ্ডে নথিভুক্ত গাড়ি। নম্বর প্লেটের ঠিক উপরে লেখা 'বিধায়ক জামতাড়া'। হাওড়ার রানিহাটি থেকে এমনই একটি গাড়িতে মিলল প্রচুর নগদ অর্থ। টাকা গোনার জন্য ইতিমধ্যে মেশিন আনা হয়েছে। সূত্রের খবর, গাড়িতে ঝাড়খণ্ডের তিনজন কংগ্রেস বিধায়ক ছিলেন।