ভরা কোটালের মধ্যে ঘূর্ণিঝড় 'ইয়াস'-এর দাপটে রীতিমতো বিপর্যস্ত দিঘা। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে মঙ্গলবার রাত থেকেই দিঘায় জলোচ্ছ্বাস বাড়তে শুরু করে। ক্রমশ বাড়তে থাকে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা। সকাল থেকে ক্রমশ বাড়তে থাকে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। গার্ডরেল টপকে দিঘা ও নিউ দিঘায় হু হু করে ঢুকতে থাকে সমুদ্রের জল। তার জেরে প্লাবিত দিঘার বিস্তীর্ণ এলাকা। প্লাবিত বাজার-হাট, রাস্তাঘাট। গ্রামে জল দাঁড়িয়ে গিয়েছে। দিঘা থানার সামনে ৪-৫ ফুট জল দাঁড়িয়ে যায়। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -