Updated: 07 Mar 2023, 02:31 PM IST
লেখক Ayan Das
রঙের উৎসবে মেতে উঠল লালমাটির দেশ - শান্তিনিকেতন এবং বাঁকুড়া। দোলযাত্রার সকালে বাঙালির আবেগের বহিঃপ্রকাশ দেখল শান্তিনিকেতন। একই আনন্দের ছবি ধরা পড়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে। পলাশ ফুলের রং লেগেছে বাতাসে, আগুন রাঙা ফাগুন বিষ্ণপুরের আকাশ।