ইয়াসের মধ্যেই দক্ষিণ দমদমে ঘুরে বেড়াচ্ছে গোসাপ, দেখুন ভাইরাল ভিডিয়ো Updated: 26 May 2021, 07:22 PM IST লেখক Ayan Das ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর পূর্বাভাসের মধ্যেই দক্ষিণ দমদমে দেখা মিলল গোসাপের। বুধবার বাঙ্গুর অ্যাভিনিউয়ের একটি পাড়ার রাস্তায় জল জমেছিল। সেখান থেকেই যেতে দেখা যায় গোসাপটিকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।