DYFI-র অভিযানে শিলিগুড়িতে ধুন্ধুমার, 'পড়ল ইট', পালটা লাঠি পুলিশের, টেনেহিঁচড়ে সরানো হল মীনাক্ষীদের Updated: 13 Apr 2023, 04:54 PM IST লেখক Ayan Das ডিওয়াইএফআইয়ের উত্তরকন্য়া অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। পালটা পুলিশ লাঠিচার্জ করেছে। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -