Updated: 30 May 2024, 04:48 PM IST
Sayani Rana
রেমালের পর উত্তর-পূর্ব ভারত জুড়ে সৃষ্টি হয়েছে গভীর নিম্ন চাপের। সেই কারণে গত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গ-সহ সিকিমে চলেছে ভারী বৃষ্টিপাত। বৃষ্টির কারণে ইতিমধ্যেই তিস্তা নদী-সহ অন্যান্য নদী গুলোতে বৃদ্ধি পেয়েছে জলস্তর। বৃহস্পতিবার তিস্তার বুকে একটি হাতিকে অসহায় অবস্থায় দেখতে পাওয়া যায়। বনবিভাগ তিস্তা নদীর বুকে আটকে থাকা হাতিটির গতিবিধির উপর নজর রাখছে।