নিউ টাউনের আবাসনে পঞ্জাবের দুষ্কৃতী ও পুলিশের গুলির লড়াই। দু'জন দুষ্কতীর মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে খবর, সাপুরজি সংস্থার তৈরি একটি আবাসনের দ্বিতীয় তলে থাকছিল দুষ্কৃতীরা। বুধবার দুপুর ৩ টে ৪০ মিনিট নাগাদ সেখানে যায় এসটিএফ। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -