আগুন লাগল শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্... more
আগুন লাগল শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের একটি কামরায়। তার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। শুক্রবার সকালে নকশালবাড়ির অটল চা বাগানের কাছে ট্রেনের গার্ড দেখেন, একটি বাতানুকূল কামরার চাকায় আগুন জ্বলছে। দ্রুত খবর দেওয়া হয় নকশালবাড়ি এবং বাগডোগরা স্টেশনে। অটল চা বাগানের কাছে থামিয়ে দেওয়া হয় ট্রেন। বিস্তারিত দেখুন ভিডিয়ো