Updated: 02 Mar 2023, 08:04 PM IST
লেখক Sritama Mitra
বকেয়া ডিএ ইস্যুতে রাজ্যসরকারি কর্মচারীদের আন্দোলন একদিকে শুরু হয়ে গিয়েছে। এমন এক পরিস্থিতিতে সদ্য ৩ শতাংশ ডিএর কথা ঘোষণা করেছে রাজ্যসরকার। বকেয়া ডিএ নিয়ে যখন তোলপাড়, তখন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সদ্য এক মন্তব্যে নতুন করে শিরোনাম কেড়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম সদ্য এক সভায় যোগ দিয়ে ডিএ নিয়ে মন্তব্য করেন। ফিরহাদ বলেন,'না পোষালে ছেড়ে দিন, কেন্দ্রীয় সরকার অনেক টাকা দিচ্ছে। সেখানে যোগ দিন।' ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রতিবাদে ডিএ ফিরিয়ে চিঠি দিলেন শিলিগুড়ির এক শিক্ষক। তাঁর সাফ বক্তব্য,'পা চেটে চাকরি পাইনি'। এদিকে, ফিরহাদের মন্তব্যের প্রেক্ষিতে পুরসভার এক সরকারি কর্মচারীও মুখ খোলেন সংবাদমাধ্যমে। তিনিও ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রতিবাদের সুরে বার্তা দেন।