বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > Independence Day 2022: প্রান্ত থেকে ৭৫- আরও একটা স্বাধীনতা দিবসে কী বলছেন সমাজের ‘ওঁরা’?

Independence Day 2022: প্রান্ত থেকে ৭৫- আরও একটা স্বাধীনতা দিবসে কী বলছেন সমাজের ‘ওঁরা’?

হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে সকলকে জানাই ৭৫ত... more

হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে সকলকে জানাই ৭৫তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। ১৯৪৭ সালের পর গুটি গুটিপায়ে ৭৫ বছর কেটে গিয়েছে, ভারত ক্রমে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভর হয়ে উঠেছে। নিজের সাক্ষর রেখেছে বিজ্ঞান থেকে চিকিৎসাবিজ্ঞান, কৃষি থেকে বাণিজ্য সর্ব ক্ষেত্রে। আজও দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কিন্তু দেশের অর্ধেক জনগণের কাছে তার অর্থ কী? তাঁরা কি জানেন এই দিনের মাহাত্ম্য? নাকি ১৫ অগস্ট আর চার পাঁচটা দিনের মতোই একটা সাধারণ দিন? কতটুকু জানেন তাঁরা ভারতকে? আসুন দেখে নেওয়া যাক।