‘ভয় দেখিয়ে হবে না কাম, উন্নয়নের কথা বলে চুরি করে খাই’, RG করের বিচায় চেয়ে পথে তথ্যপ্রযুক্তি কর্মীরা Updated: 05 Sep 2024, 07:31 AM IST লেখক Ayan Das আরজি করের বিচার চেয়ে পথে নামলেন নিউ টাউনের তথ্যপ্রযুক্তি কর্মীরা। নিউ টাউনের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে বিশ্ব বাংলা গেটে জমায়েত করেন তাঁরা। ইকোপার্ক ও ডিএলএফ ওয়ানের মতো জায়গা থেকে মিছিল হয়। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -